Image description

বেশ কয়েকটি দেশ সফলভাবে সফর শেষে আজ মঙ্গলবার ভোরে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের কেন্দ্রীয় নেতারা।

এর কিছুক্ষণ পরই জামায়াত আমিরকে নিয়ে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ভূয়সী প্রশংসা করেন।  

ড. শফিকুল ইসলাম মাসুদ পোস্টে লিখেছেন, আমাদের মত ছোট ছোট কর্মীদেরকেও এই অকৃত্রিম স্নেহের ডোরে আবদ্ধ করে রাখেন আমাদের প্রিয় রাহবার মুহতারাম আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

 

তিনি লেখেন, আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। আপনার নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বিনির্মাণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।

উল্লেখ্য, আজ ৪ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টায় পবিত্র ওমরা পালন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ সফলভাবে সফর শেষে দেশে ফিরেছেন।