Image description

ঢাকা কলেজের প্রধান ফটকে ঝোলানো ‘খুনি হাসিনা’ লেখা ফেস্টুন ও ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ পোস্টার ছিঁড়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) আনুমানিক রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যানার ছেঁড়ার ভিডিওটি নিজের আইডিতে পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।

খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম শাহ আজিজ তুষার। তার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ভিডিওতে দেখা যায়, এক যুবক রাতে ঢাকা কলেজের সামনে মূল ফটকের সামনে ঝোলানো ‘ইতিহাসের সেরা দিন, খুনি হাসিনার জন্মদিন’ ও ‘ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ’ এই পোস্টারগুলো ছিঁড়ছেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ প্রবেশ করবে। ইনশাল্লাহ শেখ হাসিনা আবার বাংলাদেশের মাটিতে পা রাখবে। ছাত্রলীগের ভাইয়েরা সবার অবস্থান থেকে প্রস্তুত হও।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. রেদওয়ানুল হক বলেন, রাতে খুনি হাসিনার দোসর ছাত্রলীগের সন্ত্রাসীরা বাইকে করে ঢাকা কলেজের মূল ফটকে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ও খুনি হাসিনার ব্যানার খুলে ফেলে চলে যায়। এই দুঃসাহস কোথা থেকে তারা পায়? তারা আমাদের ভাই-বোনদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সদস্য সচিব মো. সজিব উদ্দিন বলেন, বরাবরই ছাত্রলীগ প্রশ্নে আমরা কঠিন অবস্থানে রয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগ পুরো দেশে গণহারে হত্যাকাণ্ড চালিয়েছে। যার ফলশ্রুতিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই গণহত্যাকারী সংগঠনের নেতাকর্মীরা দেশ ও জাতির শত্রু। কাজেই এই দেশে ছাত্রলীগ নামক কোনো সংগঠনের অস্তিত্ব আমরা দেখতে চাই না।

তিনি আরও বলেন, আমরা চাই নিরাপত্তার স্বার্থে দ্রুত সময়ে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের আইনের আওতায় আনতে হবে। আওয়ামী দোসর ও দালালদেরও আইনের আওতায় আনতে হবে। নয়তো ঢাকা কলেজ সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনে যাবে।