Image description

পুলিশ, র‍্যাব ও আনসারের পোষাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে চলছে সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্ন মতামত তুলে ধরে লেখা পোস্ট করছেন।

সোমবার নিজের ফেসবুক পোস্টে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি লিখেছেন, ‘নতুন ইউনিফর্মের পেছনে শত কোটি টাকা খরচ না করে র‌্যাব, পুলিশ, আনসার সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও কাঠামোগত উন্নয়নে পর্যায়ক্রমে অর্থ বিনিয়োগ করুন। সংস্থাগুলোর সদস্যদের দুর্নীতি প্রতিরোধ এবং মানবিক পুলিশিং নিশ্চিত করতে বিশেষ অভ্যন্তরীণ ইউনিট গঠন করে, জনসেবামূলক কার্যক্রমে তাদের নিয়োজিত করুন।’

তার এই পোস্টের কমেন্টস করে অনেকে তাদের মতামত দিচ্ছেন। নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, 'সঠিক'।

এ এইচ এম ফারুক লিখেছেন, ‘কি এক কাণ্ড। হাজার কোটি টাকার শ্রাদ্ধ ছাড়া আর কি? ইউনিফর্মের কালার চেঞ্জের মাধ্যমে কি মন এবং নীতি চেঞ্জ করা যায়?’

মীর জামান নামে একজন লিখেছেন, ‘পোশাক নয়, তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ এবং নৈতিকতা শিক্ষা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।’

রুবেল রায়হান লিখেছেন, ‘হালকার মধ্যে সব ঝাপসা। এটিএম বুথের সিকিউরিটি গার্ডরাও এরচেয়ে স্মার্ট কালারের পোশাক পড়ে। এ যেন এক রুচির দুর্ভিক্ষ। বরং আগেরটাই ভালো ছিল।’

ফিরোজ আহমেদ লিখেছেন, ‘আসলে আমাদের রাষ্ট্রীয় সম্পদ এরকম অদূরদর্শী মাথা মোটা কিছু লোকের কারণে অযথা নষ্ট হয়ে যায়।’