Image description

সাইবার এবং ডিজিটাল মাধ্যমের গুরুত্বের ওপর জোর দিয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি দ্রুত প্রযুক্তি আয়ত্ত করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বর্তমান যুগে যুদ্ধটা হলো ‘সাইবার ওয়ার’ এবং কত সংখ্যক মানুষের কাছে ডিজিটালভাবে পৌঁছানো যাচ্ছে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রোববার রাজধানীর গুলশানে একটি হোটেলে বিএনপির প্রবাসে দলের নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচি হিসেবে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আজকের সাইবার ওয়ান্ডের যুগে এ কথাটা আমি প্রথম থেকে বলছি, যুদ্ধটা এখন সাইবার ওয়ার। আপনি কয়টা বক্তৃতা করলেন, আপনি কয়টা জনসভা করলেন সেটা ইম্পরটেন্ট নয়, ইম্পরটেন্ট হচ্ছে যে কত সংখ্যক মানুষের কাছে আপনি এই ডিজিটালি পৌঁছাতে পারলেন দ্যাটস ভেরি ইম্পরটেন্ট।”

বিএনপি মহাসচিব বলেন, প্রযুক্তি দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে আরও বলেন, “সেই ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তি আমাদেরকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই ক্ষেত্রে তিনি অনেক অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং আরো দ্রুত আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা নিয়ে এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে ধন্যবাদ।”

তিনি আরও বলেন, যুগটাই হচ্ছে আপনার প্রযুক্তির যুগ, ফোর্থ রেভল্যুশনের পরে এখন আপনার কোনো উপায় নেই সুতরাং আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে এটাকে দ্রুত অতি দ্রুত রপ্ত করে তার মাধ্যমেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করা।

নেতাকর্মীদের প্রতি বার্তা

মির্জা ফখরুল অকপটে স্বীকার করেন যে, প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে বিএনপি কিছুটা পিছিয়ে আছে। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, আমার এ কথা বলতে দ্বিধা নেই এক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমি অনুরোধ করবো, আমাদের দলের সর্বক্ষেত্রের নেতৃবর্গকে বলবো, আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে ডিজিটালি যেন এগিয়ে যেতে পারি তার জন্য আমরা উদ্যোগ নেব।

তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় বক্তব্যের প্রতি সমর্থন জানানোর গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ট্যাটাস বা টুইটের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আমি একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলি, ধরেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা স্ট্যাটাস দিলেন। উনি টুইটারে সাধারণত বক্তব্য দেন। আমরা যারা আছি সেটা দেখলাম, আমরা খুব কম সংখ্যক লোক সেটাকে লাইক দেই বা কমেন্ট করি। এটা খুব জরুরি উনার বক্তব্যটাকে সাপোর্ট করে উনাকে এগিয়ে যাওয়া।”

উদ্বোধন উপলক্ষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।