 
              বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে নগরকান্দা পৌরশহরে এক র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা তিন মোড়ে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বলেন, “আজ দেশের যুবসমাজ, ছাত্রসমাজ, নারী সমাজ— সকলেই পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দেশের মানুষ এখন গণতন্ত্র ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে।
এ সময় তিনি যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ, যুব নেতা রবিউল ইসলাম বাবু, রফিকুল ইসলাম ঝন্টু সহ যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতাকর্মীরা
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 