Image description
 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম গ্রেফতার হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজার রেলগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহীন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে, সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশ্যে সমবেত হয়। এ সময় সংগঠনটির ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি ইউনিট। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, মেজবাহুল ইসলাম ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি ছিলেন। জুলাই আন্দোলন চলাকালে মেজবাহুল ইসলাম আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেন। এছাড়া ১৪ জুলাই রাতে ‘রাজাকার রাজাকার’ স্লোগান দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘দেখে নেব’ ও ‘ছাড়ব না’ বলে হুমকি দেন তিনি।

 

সরকার পতনের পরও তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করেন। তাছাড়া ক্যাম্পাসে থাকাকালীন নারীদের উত্যক্ত, গণরুম শিক্ষার্থীদের নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জুলাই বিরোধীদের চিহ্নিতকরণ কমিটির তালিকাতেও এই ছাত্রলীগ নেতার নাম রয়েছে।