জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, ভোটকেন্দ্রে নিজেরা “নিউজ বানিয়ে ফেসবুকে দেওয়ার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তার এই বক্তব্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকৃতি ও বিভ্রান্তিকর।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরোয়া কর্মীদের উদ্দেশে বলেন, আপনার ভোটকেন্দ্রের নিউজ আপনিই বানাবেন, আপনি নিউজ বানিয়ে ফেসবুকে আপলোড দিবেন... মিছিল করে বানাবেন, ব্যানার লাগাবেন, ভিডিও করে ছেড়ে দিবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন রাজনৈতিক নেতার এমন আহ্বান স্পষ্টভাবে একপক্ষীয় প্রচারণাকে ‘নিউজ’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা, যা সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে পারে। সত্যতা যাচাই না করে নিজের দলের কর্মকাণ্ডকে খবর হিসেবে প্রচার করা সাংবাদিকতার নীতির পরিপন্থী এবং নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে।
সুশীলদের মতে,এমন বক্তব্য “জনগণকে সংবাদযোদ্ধা নয়, প্রোপাগান্ডা কর্মী বানানোর ইঙ্গিত দেয়। যেখানে নিরপেক্ষ সংবাদ ও তথ্যের অভাব নিয়ে মানুষ উদ্বিগ্ন, সেখানে রাজনৈতিক নেতার এমন বার্তা তথ্য বিশৃঙ্খলাকে আরও বাড়িয়ে তুলবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নিউজ বানানো সাংবাদিকের কাজ, রাজনীতিবিদের নয়। কেউ কেউ একে ‘ফেক নিউজ তৈরির বৈধতা দেওয়ার প্রচেষ্টা’ বলেও আখ্যা দিয়েছেন।
শীর্ষনিউজ