জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, আর এর মৃত্যু ঘটবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালিত করতে চেয়েছে। তবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় নেই। সরকারকে জুলাই সনদের প্রস্তাবনার পথেই হাঁটতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদের বিভিন্ন ধারায় ‘বিবেচনা করবে’ বা ‘হবে’ জাতীয় যে কথাগুলো আছে, সেগুলোর স্পষ্ট ব্যাখ্যা চাই জাতীয় নাগরিক পার্টি। বিএনপি ওই সনদে স্বাক্ষর করেছে, ‘হ্যাঁ’ বলেছে জুলাই সনদে—এখন তাদের ‘না’ বলার কোনো সুযোগ নেই। কাবিননামায় সই করার পর অস্বীকারের জায়গা নেই।”
ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন না হলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “উপদেষ্টাদের পারিবারিক সময় কাটানোর দিন শেষ। এখন তাদের জনগণের সেবা দিতে হবে। আইন উপদেষ্টার ওপর আমাদের আস্থা নেই। প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে গিয়ে মানুষের মাঝে সংস্কার আদেশ জারি করতে হবে।”