চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৪২০ জনের এ কমিটিতে নারী সদস্য রয়েছেন ১০ জন। বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টায় এই কমিটি প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এ ছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদটি ফাঁকা রয়েছে। চাকসু নির্বাচনে অসহযোগিতার অভিযোগ গত ১৫ অক্টোবর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
নারী সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে কমিটিতে স্থান পেয়েছেন সুমি আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন জেরিন বড়ুয়া শুভ, ফাহমিদা আক্তার, নুজহাত জাহান ও কানিজ ফাতিমা। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন সিদরাতুল মুনতাহা অমি। মানবাধিকার সম্পাদক পদে তামন্না খান, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী এবং সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে স্থান পেয়েছেন নুসরাত জাহান ও সাদিয়া সরকার।
এর আগে ২০২৩ সালের ১১ আগস্ট ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটিতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছিলেন মামুন উর রশিদ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম ঘোষণা করা হয়েছিল। সাজ্জাদ চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।