Image description
 

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, নভেম্বর মাসকে লক্ষ্য করে দেশে এবং বিদেশে চক্রান্ত শুরু হয়েছে। তিনি বলেছেন, ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে দেশি-বিদেশি 'মীরজাফরদের' কবলে পড়েছে। বুধবার রাতে নিজের ইউটিউব চ্যানেল ‘তিনতন্ত্রে’ দেওয়া এক বিশ্লেষণে তিনি এসব কথা বলেন।

 

গোলাম মাওলা রনি দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত ১৪ মাসে নানা গুজব ও বাস্তব সমস্যায় অনেকের ঘুম হারাম হয়েছে। দেশে ব্যবসা-বাণিজ্য ও নতুন বিনিয়োগ নেই। ব্যবসায়ীরা চাহিদামতো বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পাচ্ছেন না।

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার আলাপ এবং বন্দরের মাশুল চার্জ বহুগুণ বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইছেন।

 

তিনি অভিযোগ করেন, পুলিশের মাত্র কয়েকজন কর্মকর্তা সরকারের পক্ষে কাজ করছেন, অন্যদিকে সারা দেশের পুলিশ সদস্যরা রমনা জোনের ডিসি মাসুদের মতো হতে পারছেন না। গ্রামাঞ্চলের থানাগুলোতে পুলিশদের ওপর মানসিক টর্চার চলছে।

 


নভেম্বর মাসের গুরুত্বের কথা তুলে ধরে রনি বলেন, আমাদের জাতীয় জীবনে এই নভেম্বর মাস টানাপড়েনের মাস, ভাঙা-গড়ার মাস।

তিনি বলেন, এই মুহূর্তে অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে। "আমাদের স্বপ্ন আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা তলানিতে। সবকিছু মিলিয়ে প্রত্যেকটি ঘণ্টা আমাদের জন্য নিত্য-নতুন আতঙ্ক তৈরি করছে।"

গোলাম মাওলা রনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যেন সবাই সতর্ক থাকেন।