বগুড়ার শিবগঞ্জে জাতীয় পার্টির সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী শাহানা প্রায় ৫ হাজার নেতাকর্মী সমর্থক নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ওপর আস্থা রেখে এসব নেতাকর্মী বিএনপিতে নাম লেখান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মিসভায় এ যোগদান অনুষ্ঠিত হয়।
এ সময় তারা প্রধান অতিথি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির গ্রিন সিগন্যাল পাওয়া ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মীর শাহে আলমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করে তার পাশে থাকার অঙ্গীকার করেন।
সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমান সভাপতিত্ব করেন।
এ সময় মীর শাহে আলম বলেন, এ জনসমাগম প্রমাণ করে—শিবগঞ্জের মানুষ এখনো শহীদ জিয়ার আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ।
তিনি বলেন, পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ভণ্ডামির দিন শেষ, পুরো দেশ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ এখন সচেতন, জামায়াতের ভণ্ডামি মানুষ ধরে ফেলেছে।
সভাস্থলজুড়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মীর শাহে আলমের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীক নিয়ে সজ্জিত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ ছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুপে হাজির হয় শিশু তুবা জান্নাত। যা সমাবেশের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
পরে মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাপা সমর্থক এসকেন্দার আলী শাহানা প্রায় ৫ হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দেন।
সভায় বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতারা।
সদ্য যোগদানকারী মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাপা সমর্থক এসকেন্দার আলী শাহানা বলেন, বিএনপিকে ভালোবেসে তারেক আর্দশ বুকে ধারণ করে আমার প্রায় ৫ হাজার ভক্ত সমর্থককে সঙ্গে নিয়ে বিএনপিতে যোদগান করেছি।
ইউপি চেয়ারম্যানের সঙ্গে বিএনপিতে যোগ দেওয়া এলাকার কৃষক আজমল হোসেন বলেন, আমরা দীর্ঘ দিন ধরে চেয়ারম্যানের অনুসারী। তিনি সেখানে যাবেন, ভালো যা করবেন তার সঙ্গেই আমরা মাঠে আছি।
যোগদান প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, কেউ ভালোবেসে কেন্দ্রের নির্দেশনা মেনে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলে যোগদান করলে আমরা তাদের সাদরে বরণ করে নেবে। তবে কোনো অবস্থাতেই বিতর্কিতদের দলে নেওয়া হবে না।