জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। তবে পছন্দের নেতা মনোনয়ন পেয়েছে দাবি করে আনন্দ মিছিল করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন জোমাদ্দার ও তার সমর্থকরা। সোমবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিজ ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে এ কর্মসূচি পালণের পাশাপাশি মিষ্টিও বিতরণ করেছেন।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। তারা বলছেন, দলীয়ভাবে প্রার্থীদের মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। মাহাবুব হোসেন জোমাদ্দারের মনোনয়ন পাওয়ার খবরটি ‘গুজব’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলের শেষে সভায় মাহাবুব জোমাদ্দার বলছেন, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ধানের শীষের প্রার্থী মনোনীত হয়েছেন। সবাইকে মাঠে কাজ করতে আহবানও জানান তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন বলেন, ‘বাউফলের মনোনয়নপ্রত্যাশী নেতাদের নিয়ে গুলশান কার্যালয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সবাইকে একত্রিত হয়ে ধানের শীর্ষের পক্ষে কাজ করতে নির্দেশনা দেন।’ নমিনেশন চূড়ান্ত করার কোনো বিষয়টি তিনি জানেন না বলে জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার বলেন, দলের পক্ষ থেকে কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। উপজেলা বিএনপির নেতা-কর্মীরা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। কোনো ধরনের গুজবে দলীয় কর্মীদের বিব্রত না হওয়ার পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন বলেন, মনোনয়ন চূড়ান্ত হওয়াতো দূরের কথা, এখন পর্যন্ত কোনো ধরনের সবুজ সংকেত, লাল সংকেত কিছুই কাউকে দেওয়া হয়নি। যে তথ্য ছড়িয়েছে, তা গুজব ও প্রোপাগান্ডা। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হলে তা গণমাধ্যমকে আগে জানানো হবে বলেও জানান তিনি।
সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব জোমাদ্দারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে মোবাইল ফোনে কল দিলেও তা বন্ধ থাকায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।