Image description
 

রংপুরের পীরগাছায় একটি পরিত্যক্ত ভবন থেকে ভিডাব্লিউবি (ভার্নারাবুল উইমেন বেনিফিশিয়ারি) প্রকল্পের ৭৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ফজলুল হক নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ইটাকুমারী ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবন থেকে চালগুলো জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত নেতা ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, ওই নেতা তার বাড়ি সংলগ্ন ইটাকুমারী ইউনিয়ন পরিষদের পেছনের একটি পরিত্যক্ত ভবনে গোপনে চালগুলো মজুত করে রেখেছিলেন। যে চালগুলো মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ভিডাব্লিউবি প্রকল্পের। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৭৫০ কেজি চালসহ ওই নেতাকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই নেতার ১০ হাজার টাকা অর্থদণ্ড ও আটক চাল জব্দ করা হয়।

 
 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, খাদ্যদ্রব্য মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ ও বিতরণ আইন ২০২৩-এর ধারা ৬ অনুযায়ী অভিযুক্তকে অর্থদণ্ড এবং চাল জব্দ করা হয়েছে।