খুলনা নগরীর দৌলতপুরে একই সময়ে দুটি বাড়িতে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড গুলি করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে দৌলতপুরের কার্তিক কূলে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্তিক কূল এলাকার কুয়েটের কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড গুলি করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
এছাড়া একই সময়ে পশ্চিমপাড়ার খুটির ঘাট এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত কানা মেহেদির বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
ঘটনার সময় বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে করে অন্তত আটজন যুবক ঘটনাস্থলে আসে। তাদের প্রত্যেকের মাথায় ছিল হেলমেট। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন মহসিনের বাড়ির প্রধান ফটকের সামনে অবস্থান নেয় এবং কিছুক্ষণ পর তার রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি মো. রফিক ইসলাম বলেন, কুয়েট কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এছাড়া একই সময়ের মধ্যে মেহেদির বাড়িতেও গুলি ছোড়া হয়। উভয় ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক কিছু বিরোধ ও প্রভাব বিস্তার কেন্দ্র করেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ এখনো কোনো গ্রেফতার বা নিশ্চিত কারণ জানাতে পারেনি।