বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, এ মাসের মধ্যে একজন প্রার্থীকে মেসেজ অথবা টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর তফসিল ঘোষণা হলে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ।
আজ সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন বিভাগ থেকে আগত মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় হাফিজ বলেন, এই কাজে স্থায়ী কমিটি যুক্ত থাকবে। কারণ বিএনপির মনোনয়ন বোর্ড হল দলের স্থায়ী কমিটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমরা স্থায়ী কমিটির সদস্যরা কাজ করছি।
শীর্ষনিউজ