শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে নগরীর গুপ্তপাড়াস্থ মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকারীরা হলেন- মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নাম্বার ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ-সভাপতি দুদা মিয়া, সহ-সভাপতি আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ারসহ শতাধিক নেতাকর্মী।
সদ্য যোগদানকারীরা বলেন, রংপুর দীর্ঘদিন বঞ্চিত ছিল। উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয় নাই। জাতীয় পার্টি রংপুরকে শোষণ করেছে। এখন সময় এসেছে রংপুরের প্রকৃত উন্নয়ন বুঝে নেওয়ার। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করলাম।