Image description

কুমিল্লার রাজনৈতিক পরিস্থিতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মো. মনিরুল হক সাক্কু।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় সাক্ষাৎ করে তিনি কুমিল্লা সদর আসনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

এ সময় বৈঠকে সাক্কু আসনটির রাজনৈতিক প্রেক্ষাপট মির্জা ফখরুলকে অবহিত করেন বলে জানা গেছে।

রাতে মো. মনিরুল হক সাক্কু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে কিনা- সেই বিষয়ে তিনি কিছুই বলেননি। তাছাড়া তিনি কি নিজেই মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাকি দলের হাইকমান্ড থেকে তাকে ডেকে নেওয়া হয়েছে সেই বিষয়টিও খোলাসা করেননি। 

মনিরুল হক সাক্কু বলেন, আমি কুমিল্লার আদি বাসিন্দা এবং আদি বিএনপি। এখন যারা সবুজ সংকেত পেয়েছেন দাবি করে মাঠে হইচই করছেন তারা বিএনপিতে আমার জুনিয়র। আগামী নির্বাচনে সদর আসনের সঠিক চিত্র কী হতে পারে, তা আমি মহাসচিবকে অবহিত করেছি। এছাড়াও কুমিল্লার বিভিন্ন বিষয় নিয়ে উনার সঙ্গে আমার আলাপ হয়েছে। মহাসচিব আমার প্রতিটি কথা গুরুত্বসহকারে শোনেছেন। 

উল্লেখ্য, দলের নির্দেশ উপেক্ষা করে ফ্যাসিবাদের অধীনে কুসিক নির্বাচনে অংশ গ্রহণ করায় ২০২২ সালের মে মাসে বিএনপি থেকে মনিরুল হক সাক্কু আজীবনের জন্য বহিষ্কার হন। এরপরও তিনি দল থেকে দূরে না সরে সব কর্মসূচি পালন করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

কুমিল্লার রাজনৈতিক পরিস্থিতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মো. মনিরুল হক সাক্কু।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় সাক্ষাৎ করে তিনি কুমিল্লা সদর আসনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

এ সময় বৈঠকে সাক্কু আসনটির রাজনৈতিক প্রেক্ষাপট মির্জা ফখরুলকে অবহিত করেন বলে জানা গেছে।

রাতে মো. মনিরুল হক সাক্কু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে কিনা- সেই বিষয়ে তিনি কিছুই বলেননি। তাছাড়া তিনি কি নিজেই মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাকি দলের হাইকমান্ড থেকে তাকে ডেকে নেওয়া হয়েছে সেই বিষয়টিও খোলাসা করেননি। 

মনিরুল হক সাক্কু বলেন, আমি কুমিল্লার আদি বাসিন্দা এবং আদি বিএনপি। এখন যারা সবুজ সংকেত পেয়েছেন দাবি করে মাঠে হইচই করছেন তারা বিএনপিতে আমার জুনিয়র। আগামী নির্বাচনে সদর আসনের সঠিক চিত্র কী হতে পারে, তা আমি মহাসচিবকে অবহিত করেছি। এছাড়াও কুমিল্লার বিভিন্ন বিষয় নিয়ে উনার সঙ্গে আমার আলাপ হয়েছে। মহাসচিব আমার প্রতিটি কথা গুরুত্বসহকারে শোনেছেন। 

উল্লেখ্য, দলের নির্দেশ উপেক্ষা করে ফ্যাসিবাদের অধীনে কুসিক নির্বাচনে অংশ গ্রহণ করায় ২০২২ সালের মে মাসে বিএনপি থেকে মনিরুল হক সাক্কু আজীবনের জন্য বহিষ্কার হন। এরপরও তিনি দল থেকে দূরে না সরে সব কর্মসূচি পালন করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।