Image description

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের উদ্যােগে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। ‘রক্ত হোক ঐক্যের ভিত্তি’ স্লোগানকে সামনে রেখে তারা এ কর্মসূচি পালন করেন। সহযোগিতায় ছিলেন মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র।

বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ কর্মসূচি উদ্বোধন হয়। উদ্বোধনে করেন শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন । এ ছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান ও হল প্রভোস্টরাও উপস্থিত ছিলেন। 

উদ্বোধনকালে ছাত্রদলের এধরণের মানবিক কাজের প্রশংসা করেন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। এ কর্মসূচিতে ৩০ জনের অধিক স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানান শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার।  

তিনি বলেন, ‘রক্তদান পৃথিবীতে অন্যতম একটি মানবিক কাজ। রক্তের মাধ্যমে শুধু জীবন বাঁচানো নয়, আত্মার বন্ধন গড়ে ওঠে। মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’

তিনি আরও বলেন, ‘রক্তদানের মাধ্যমে ছাত্রদলের প্রতিজ্ঞা হবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।’