Image description

রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে। রাজনীতিতে মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্নতার মাঝেও অপরের মতকে শ্রদ্ধা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ-অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, এদেশের মানুষ জানে, গন-অধিকার পরিষদ, ছাত্রদের মৌলিক অধিকার আদায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। আমির খসরু মাহমুদ চৌধুরী , নুরুল হক নূর ও আমি গোলাম পরওয়ার একসাথে একই জেলে ছিলাম। জনগণের ভোটের মধ্যে দিয়ে একটা নির্বাচিত হয়ে আসলে সবাই সবার অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা বিশ্বয়ের সাথে লক্ষ করলাম যে একটা ফ্যাসিবাদীমুক্ত সমাজে নুরের উপর অমানবিক হামলা করা হয়েছে ।

 

দেশি-বিদেশি পরাশক্তি ও অভ্যন্তরীণ শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার আদায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতভেদ নেই।আমরা দেশের স্বার্থে সবাই  এক।