Image description
 

চলাচলের অযোগ্য হয়ে পড়া একটি গ্রামীণ রাস্তা সংস্কার করে স্থানীয় হাজারো মানুষের দুর্ভোগ লাঘব করল বাংলাদেশ জামায়াতে ইসলামী টুপামারী ইউনিয়ন শাখা।

 
 

জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড দুহুলিপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কের সংস্কারকাজ সম্পন্ন করেছে তারা।

 

স্থানীয়রা জানায়, দুহুলিপাড়ার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে ও কাদা জমে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি।

 

এ পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী,টুপামারী ইউনিয়ন শাখা। জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এলাকার জনসাধারণকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। রাস্তাটি উপযোগী করতে সকলে সম্মিলিতভাবে কাজ করে। জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ ও উপকরণ দিয়ে এই সংস্কার কাজকে সহযোগিতা করা হয়।

 

রাস্তা সংস্কার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জামায়াতে ইসলামীর এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয় বাসিন্দা আনারুল বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন ছেলেমেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যায়, অসুস্থ রোগীদের নিয়ে যেতে হয়। কিন্তু রাস্তার কারণে আমাদের কষ্ট হতো। অনেকবার বলেও কাজ হয়নি। আজ জামায়াতের ভাইয়েরা এগিয়ে এসে স্বেচ্ছাশ্রমে কাজটা করায় আমরা খুব খুশি।

 

এ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা হামিদুল ইসলাম বলেন, "জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই কাজটি করেছি। জনগণের দুর্ভোগ লাঘবে আমাদের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে।"

 

রাস্তাটি সংস্কার হওয়ায় টুপামারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড দুহুলিপাড়া গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হলো, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় গতি আনবে।