
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ।
বৃহস্পতিবার নিজের ফেসবুক একাউন্টে করা এক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন।
ফেসবুকে তিনি লিখেন, ‘সালাহউদ্দিন আহমেদ নিজেকে সবজান্তা শমসের ভেবে যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এর থেকে বের হোন। আমরা বিএনপির কাগুজে জুলাই সনদ স্বাক্ষর এর সুযোগ খুঁজে বেড়াচ্ছি না, আমরা জুলাই সনদের আইনীভিত্তি প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র রাজনৈতিক দল হিসেবে লড়াই করছি। এত লাইফলেস রাজনৈতিক দল এনসিপি না।’
তিনি আরও লিখেছেন, ‘যেই ছাত্র জনতার জন্য শিলং থেকে দেশে এসে এত অহমিকার সাথে কথা বলছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন! মনে রাখবেন এই ক্ষমতা চিরস্থায়ী না। এই শহীদ আহত এবং আপামর জনতার সাথে প্রতারণা করে কেউ পার পাবে না, এইটা ৯০ দশক না।’
এর আগেও তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন। গত ১১ অক্টোবর তিনি এক ফেসবুক পোস্টে বলেছেন, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়েন না! এনসিপি এই ব্যাপারে কাউকে ছাড় আগেও দেয়নি এখনো দেবে না। বিএনপি, জামায়াত আপনাদের কর্মীরাই ফ্যাসিবাদী সময়ে সবচেয়ে বেশি গুম-খুনের শিকার হয়েছে। রক্তের ঋণ পরিশোধ করুন। গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালাবার আগেই গ্রেফতার, বিচার নিশ্চিত করতে অবস্থান নিন। আর ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়েন না! জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ব্যাপারে কাউকে ছাড় আগেও দেয়নি এখনো দিবে না।