
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উদ্যোগে ভবঘুরে উচ্ছেদ অভিযানের সময় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারীরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় টিএসসি মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে চারুকলা অনুষদ পর্যন্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, সিটি কর্পোরেশন ও মেট্রোরেল কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে।
অভিযান শেষে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের বলেন, আমাদের ক্যাম্পাসে অহরহ বহিরাগতরা প্রবেশ করে। এ সমস্ত বহিরাগতদের একটা অংশ ক্যাম্পাসে ও মেট্রোর নিচে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে থাকে।
তিনি বলেন, তাদের মধ্যে আরেকটা বড় অংশ মাদক সেবন ও বেচাকেনা এবং রাত হলে তারা ছিনতাইয়ের সাথে জড়িত হয়ে যায়। এই ভবঘুরে মানুষদের উপর ভর করে মাদক কারবারিরা ও ছিনতাইকারীরা ক্যাম্পাস এলাকায় কাজ করে। তাই আমরা ডাকসু, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশন এবং শাহবাগ থানার ও মেট্রোরেল পুলিশসহ গ্রীন ফিউচারের ভলান্টিয়াররা উচ্ছেদ অভিযান পরিচালনা করি।
এবি যুবায়ের আরও বলেন, অভিযান পরিচালনার সময় আমরা একজনের কাছে গাঁজা পেয়েছি আরেকজনের কাছে ড্যান্ডি পেয়েছি। আমরা ডাকসুর উদ্যোগে সাময়িক অভিযান চালিয়েছি ভবিষ্যতে আমরা এই সমস্যার স্থায়ী সমাধানের দিকে যাব।