Image description

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সংগঠনটি ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টেবার) সন্ধ্যায় শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত সংগঠনের জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে। নাম পরিবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে নতুন নামে স্লোগানও দিয়েছেন সংগঠনটির নেতারা।

 

 

জানা যায়, চলতি বছর ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’ নামের ছাত্রসংগঠনটি। 

অতি সম্প্রতি ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ভরাডুবির পর আত্মপ্রকাশের আট মাসের মাথায় এসে সংগঠনটির নাম পরিবর্তন করা হলো।