
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো মানুষের নয়, বাংলাদেশ মহান আল্লাহর। তাই এ দেশে চলবে আল্লাহর আইন। আমরা চাই আগামী জাতীয় সংসদে কুরআন নিয়ে যেতে, যাতে এদেশের আইন-কানুন ও নীতিমালা কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল বারী আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, যারা আল্লাহর আইন চায় না, তারা দেশের মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এদেশের ৮০ ভাগ মানুষ কৃষক, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ৫৪ বছর ধরে জালিম শাসকের শাসন করার কারণেই তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।
তিনি বলেন, জাতীয়তাবাদও শয়তানের চিন্তা। মহানবী (সা.) কখনো জাতীয়তাবাদ সমর্থন করেননি। আমরা চাই আগামী দিনের বাংলাদেশ হবে কুরআন ও সুন্নাহভিত্তিক মদিনা স্টাইলের রাষ্ট্রব্যবস্থা।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে করতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ এবং সব দলের প্রতিনিধিত্ব থাকে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হতে পারে না।আগে গণভোট, পরে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা যেমন ইসলামী ছাত্রশিবিরকে বিজয়ী করছে, তেমনি আগামী দিনেও ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে গোলাম রব্বানীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বগুড়া–৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী।