Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন শাপলা প্রতীক পাবে না, তার আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা দিতে হবে বলে জানিয়েছন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, শাপলা প্রতীক কেন এনসিপিকে দেওয়া হবে না, তার সাংবিধানিক ব্যাখ্যা দিলে তখনই কেবল অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করা হবে। 

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে, জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং শাপলা প্রতীক নিয়ে আমাদের সঙ্গে কী রকম আচরণ করা হচ্ছে এবং ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল, নির্বাচন কমিশন যে আগের আইনে নিয়োগ হয়েছে। পুরো প্রসেসে নির্বাচন কমিশনের যে কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে যে, সে বিষয়টা আমরা তুলে ধরেছি।’

তিনি বলেন, ‘আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। আর অন্য কোনো প্রতীক আমরা নেব না, এটা আমরা বলেছি। আমরা বলেছি, শাপলা কেন আমরা পাব না, তার আইনি, সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। তার আগ পর্যন্ত সেটা যদি নির্বাচন কমিশন না দেয়, তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন।’