Image description

গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে ২৩০টি ইয়াবা বড়িসহ মো. সাইফুল ইসলাম (৫০) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২২ অক্টোবর) কামালেরপাড়া ইউনিয়নের বারোকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম ওই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বাদী হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা করেছেন।

এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনেওয়াজ বলেন, মাদক বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না জড়িত যেই হোক, আইনি ব্যবস্থা নেওয়া হবে।