
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সারাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত আছেন। জামায়াতে ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। আমরা চাই, রাষ্ট্রের বিচার, প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সকল বিভাগ সংস্কার করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম না করতে পারে। এজন্য আমরা কয়েকটি দল একত্রিত হয়ে এখনও আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি ‘
আজ সোমবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা জুলাই সনদে সাক্ষর করেছি, এই সনদ বাস্তবায়ন করতে হলে একটা গণভোট দিতে হবে। আমরা যে সংস্কার চেয়েছি সেজন্য একটা গণভোট চেয়েছি, সেখানে জনগণ হ্যাঁ বা না ভোট দেবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বচন অনুষ্ঠিত হবে কিন্তু একটি দল গণভোটে বাধা দিচ্ছে। তারা আগে গণভোট চায় না, সংস্কার চায় না। সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে, কিন্তু আমরা বলেছি, দলের প্রধান দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে ক্ষমতায় থাকবে না, তারা রাজি হয়নি। আমরা সংস্কারের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তৈরি করতে চেয়েছি।’
নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ গণভোটে গৃহীত হলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। একটি দল ভাবছে সংস্কার যদি হয়ে যায় তাহলে তারা চুরি করতে পারবে না, দুনীতি করতে পারবে না। এখনও কিছু লোক জামায়াতে ইসলামের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যাচার করে যাচ্ছে। আমাদের ব্যানার-পোস্টার লাগালে তারা ছিঁড়ে ফেলে, উস্কানি দেয়। কোনো উস্কানিতে উত্তেজিত হয়ে ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণ-জোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে।’
তিনি আরও বলেন, জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, অবৈধভাবে বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না।’ তাই এবার সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী অধ্যক্ষ ইজ্জতউল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।