
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের মাঠে না থাকায় এবার বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে জামায়াতে ইসলামীকে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও নির্বাচনী তৎপরতায়ও এমন ইঙ্গিত স্পষ্ট। দীর্ঘদিন জোটে থেকে রাজনীতি ও নির্বাচন করা দুই দলের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে এখন তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ।
রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে যেমন মতপার্থক্য রয়েছে, তেমনি রাজনীতির মাঠেও দেখা যাচ্ছে দৃশ্যমান দূরত্ব। নতুন এই রাজনৈতিক বাস্তবতায় প্রতিটি আসনে যোগ্য প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। বিদ্যমান অবস্থায় দুটি দলই এখন ব্যস্ত নির্বাচনী জোট গঠনের কৌশলে।
অন্যদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যে তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের নাম প্রকাশ করেছে। দলটি এবার দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি সূত্র জানায়, দলটি তফসিলের আগেই প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। এক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর কিছু সম্ভাব্য প্রার্থীকেও ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হচ্ছে। চলতি মাসের মধ্যেই প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য বিএনপির, যাতে নির্বাচনী প্রচারণায় তারা পিছিয়ে না পড়ে। তফসিল ঘোষণার পর সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি।
এছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্রদের পাশাপাশি বামপন্থীসহ আরও কয়েকটি দল নিয়ে বড় একটি নির্বাচনী জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুন এই রাজনৈতিক সমীকরণে জামায়াতের বাইরে থাকা ইসলামী দল ও আলেমদেরও সঙ্গে নিতে চায় তারা। এ লক্ষ্যে জমিয়তে ওলামায় ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন ধর্মভিত্তিক দলের সঙ্গে আলোচনা চলছে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের মধ্যকার বর্তমান মতপার্থক্য ও দূরত্ব মূলত নির্বাচনকেন্দ্রিক। এ প্রসঙ্গে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “ইলেকশন হলে তো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। বিএনপি আগেও নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেই নির্বাচন করেছে। এতে উদ্বেগের কিছু নেই।”
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে আসনভিত্তিক জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, স্বচ্ছ ইমেজ এবং বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “অন্য দলের প্রার্থী কেমন, সেটা বিবেচনার একটি দিক হতে পারে, তবে বিএনপি মূলত জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে।”