Image description

প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর।

দলটির প্রচার বিভাগ জানিয়েছে, আজ সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে এই সমাবেশ ও গণমিছিল শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও, মহানগরীর অন্যান্য দায়িত্বশীলরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন।

এদিকে, একই দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিকাল চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পূর্বক এক সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।