
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক বাপ্পী চৌধুরী গত মাসেই পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উঠে―দেশ ছেড়ে নাকি পালিয়েছেন তিনি! এ নিয়ে এবার কথা বলেছেন এ অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের একটি সংবাদমাধ্যমে নায়ক বাপ্পী স্পষ্ট করে জানান, দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে, বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়।
এ অভিনেতা বলেন, বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া থাকতে পারি না। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি।
এদিকে ‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’, এমন মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢালিউড তারকা বাপ্পী। তিনি বলেন, অনেকে বলছেন, বাপ্পীর সিনেমায় কাজ নেই। এ জন্য বিদেশে চলে গেছেন তিনি। আমি সেসব মানুষকে জানাতে চাই, সিনেমার কাজ ছাড়াও চলতে পারে বাপ্পী।
গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন এ অভিনেতা। মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেখানে। কয়েকজন বায়ারের সঙ্গে মিটিং ছিল। পাশাপাশি সেখানে চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন হয় বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, এ জন্য এই সুযোগে একটু ঘুরে এলাম।
প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে দর্শকদের ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘সুইটহার্ট’, ‘এপার ওপার’ ও ‘সুলতানা বিবিয়ানা’র মতো উপহার দিয়েছেন তিনি।