
নরসিংদীর রায়পুরায় সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে ঢোকার চেষ্টার সময় পদবঞ্চিতদের মধ্যে মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে রায়পুরা সরকারি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের স্বাক্ষরে রায়পুরা সরকারি কলেজ শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রুমন মিয়াকে সভাপতি ও সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীরা অভিযোগ করেন, জেলা কমিটির মতামত ছাড়াই ‘পকেট কমিটি’ করা হয়েছে এবং আন্দোলন-সংগ্রামে থাকা ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে গত ১৩ অক্টোবর কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।১৮ অক্টোবর নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জেলা কমিটির নিকট ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছেন, “ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি, তাই আমরা ত্যাগীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পদত্যাগ করেছি।”
রোববার নবগঠিত কমিটির কয়েকজন সদস্য বহিরাগত সমর্থকদের নিয়ে কলেজে প্রবেশের চেষ্টা করলে পদবঞ্চিত নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় রায়পুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ থাকলেও উত্তেজনা বিরাজ করছে।
এদিকে পদবঞ্চিত নেতা-কর্মীরা জানিয়েছেন, “এই পকেট কমিটি বাতিল না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেব।”
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আদিল মাহমুদ বলেন, “বিক্ষোভকারীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে কলেজ ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”