Image description

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আবদুর রাজ্জাক (৫৪) নামে কৃষক দলের এক নেতা নিখোঁজের নাটক সাজিয়েছেন।

প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর শনিবার রাতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বারৈখালী এলাকার ইটাখলা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

নিখোঁজ নাটক সাজানো ব্যক্তি আবদুর রাজ্জাক উপজেলার সাহতা ইউনিয়নের বড়গাওয়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রাজ্জাক স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ছয় লাখ টাকার মতো ঋণ নেন। সম্প্রতি ঋণের টাকা পরিষদের জন্য পাওনাদাররা তাকে চাপ দিচ্ছিলেন; কিন্তু ঋণ পরিশোধে সক্ষমতা না থাকায় তিনি হতাশায় ভুগছিলেন।

গত ১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে তিনি স্থানীয় মাছেহালা এলাকা থেকে নিখোঁজ হন বলে পরিবারের লোকজন দাবি করেন। কৃষক দল নেতা নিখোঁজের ঘটনা নিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

দুই দিন পর তার ছেলে মো. রফিকুল ইসলাম এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে উদ্ধারের বিষয়ে তৎপর হয়। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার গভীর রাতে তাকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী এলাকার ইটাখলা থেকে উদ্ধার করা হয়। 

নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুর ইসলাম বলেন, কৃষক দল নেতা আবদুর রাজ্জাক ঋণের টাকার চাপে আত্মগোপনে গিয়ে পরিবারকে দিয়ে নিখোঁজের নাটক সাজিয়েছেন। তাকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন পাওনাদারদের চাপে তিনি বাড়ি ছেড়েছিলেন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, মুন্সীগঞ্জসহ কয়েকটি স্থানে শ্রমিকের কাজ করেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে তাকে উদ্ধার করা হয়।