
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
শনিবার (১৮ অক্টোবর) রাতে তিনি পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং আফগানিস্তানের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মুল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
জাতীয় বার্তা সংস্থা বারনামা জানায়, আলাপচারিতায় আনোয়ার ইব্রাহিম দুই দেশের নেতাকে শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত কেবল মানবিক কষ্ট বাড়াবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে। তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধান সম্ভব।
আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত করতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম থাকবে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, কাতার সরকারের তত্ত্বাবধানে চলমান শান্তি আলোচনা দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় অনুষ্ঠিত এক দফা আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে কাতার ও তুরস্ক।
পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আনোয়ার ইব্রাহিম।