Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন বলেন, অনেকে টাকা লুট করে বিদেশে পাচার করে। আর আমাদের শিক্ষকরা বাড়ি ভাড়া পায় না। চিকিৎসা ব্যয় মেটাতে পারে না। ২৪ এর গণঅভ্যুত্থানের পর এই বাংলাদেশ আমরা চাই না।

শনিবার (১৮ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, শিক্ষকরা অনশন করছেন, একদিন পেরিয়ে গেছে। না খেয়ে থাকার কষ্ট যারা অনশন করেন তারাই বুঝতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় আমিও অনশনে বসেছিলাম। দেশের শিক্ষা ব্যবস্থাকে নকল মুক্ত করতে হলে শিক্ষকদের জীবনমানের উন্নয়ন করতে হবে। শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে। আমাদের শিক্ষকরা যদি মর্যাদা নিয়ে বাঁচতে পারেন, তাহলে জাতি হিসেবে আমরাও অনেক উন্নতি করতে পারব।

আখতার হোসেন বলেন, আমাদের শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। শিক্ষকদের জন্য বাজেট থাকে না। আমলাদের পেছনেই বাজেটের অনেক অংশ চলে যায়। কারা কারা প্রকল্প নেয়, লুটপাট করে টাকা বিদেশে পাচার করে, আর আমার শিক্ষকরা বাড়ি ভাড়া দিতে পারে না। চিকিৎসার ব্যয় বহন করতে পারে না। এই বাংলাদেশ আর আমরা চাই না।

তিনি আরও বলেন, শিক্ষকদের চলমান আন্দোলনে এনসিপি পূর্ণ সমর্থন রয়েছে। শিক্ষকদের যে কোনো ধরনের শারীরিক সমস্যায় এনসিপির মেডিকেল টিম পাশে থাকবে। প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষক রয়েছেন সবার দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান তিনি।