
হিন্দু ভোটাররা যারা একসময় আওয়ামী লীগকে ভোট দিতেন, তাদের জানমালের নিরাপত্তা যে দিতে পারবে, এবার তারা তাদেরকেই ভোট দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে সদর উপজেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাকে অনেকেই বলেন আওয়ামী লীগ ও হিন্দু ভোটাররা যারা আওয়ামী লীগে ভোট দিতেন, তারা এখন কাকে ভোট দেবেন। আমি বলেছি, যারা আওয়ামী লীগ ও হিন্দু ভোটারদের জানমালের নিরাপত্তা দিতে পারবে, তাদেরকেই তারা ভোট দেবেন—এতে কোনো সন্দেহ নেই।
এই নেতা বলেন, হিন্দুদের জানমালের নিরাপত্তা একমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থীদেরই হাতে। তাদের হাতেই এসব ভোটাররা নিরাপদ থাকবেন। কারণ ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন আদর্শ—যারা ইসলাম অনুযায়ী চলে, তারা এমনিতেই আদর্শবান হয়ে যায়।
সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৪ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী শায়খুল হাদীস মাওলানা মুকবুল হোসেন এবং চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। এ সময় জেলা ও সদর উপজেলা ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।