
শিক্ষকদের দাবি-দাওয়ার কথা ফের স্মরণ করিয়ে দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৮ অক্টোবর) সামাজিক মাধ্যমে গত ৭ অক্টোবরের দেওয়া বক্তব্যে ভিডিওটি পুনরায় শেয়ার করেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকুরী স্থায়ীকরণ এর জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে।’
এর আগে গত ৭ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, এখন পর্যন্ত শিক্ষকদের জন্য যা যা হয়েছে, বিএনপি যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, সেসময়েই সেগুলো পূরণ হয়েছে। তাই আপনাদের বিষয়ে আমরা অবগত আছি। রাষ্ট্র, রাজনীতি সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা সম্মান যদি নিশ্চিত করতে না পারি, যে লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সেটিতে কাঙ্ক্ষিত সুফল মিলবে না।
জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, কিংবা চাকরি স্থায়ীকরণ, জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য আমরা উচ্চপর্যায়ের কমিশন গঠন করব। একই সঙ্গে প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যাবহারিক ও কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও গঠন করতে চাই।