Image description
 

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’ জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত করেছে। এই দায়িত্বে তিনি পাকিস্তানজুড়ে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতার বিষয়কে নিয়ে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপে জনগণকে উদ্বুদ্ধ করবেন।

 

‘ইউএন উইমেন পাকিস্তান’ এক ফেসবুক পোস্টে জানায়, হানিয়া তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে দেশের নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও শক্তিশালী করবেন এবং সামাজিক পরিবর্তনে অনুপ্রেরণা যোগাবেন।

এ প্রসঙ্গে হানিয়া আমির বলেন, “জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গভীর সম্মানের। এটি শুধু একটি উপাধি নয়, বরং এমন নারীদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না।”

 

এই ঘোষণা এসেছে এমন সময়, যখন আন্তর্জাতিক অঙ্গনেও হানিয়ার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টনে তিনি ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। এছাড়া ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-এর মাধ্যমে তার অভিষেকও দর্শকদের নজরে এসেছে।

 

ইউএন উইমেন পাকিস্তানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, “হানিয়ার নিষ্ঠা, সাহস এবং জনগণের কাছে পৌঁছানোর ক্ষমতা দেশের নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও জোরালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”