Image description
 

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে ফেসবুকে তিনি বিএনপিকে এ ধন্যবাদ জানান।

 

সারজিস আলম লেখেন, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই।

 

বিএনপিকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য।

 

উল্লেখ্য: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রাখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ। প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তা অববাহিকাজুড়ে প্রতিবাদ জানিয়েছেন তিস্তা পাড়ের প্রায় লাখো মানুষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির দ্বিতীয় দফার কর্মসূচিতে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও রংপুরের ১১টি স্থানে একযোগে এই মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।

 

 

লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চর পয়েন্টে এই মশাল প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।