Image description

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রোশের কথা তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে ছয় বছর মিথ্যা মামলায় জেলে রেখেছে। আমরা বহুবার তাদের কাছে গিয়েছি, অন্তত তাকে যেন চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া।  উলটো (শেখ হাসিনা) বলেছেন, তাকে নতুন পদ্মা ব্রিজ থেকে টুস করে ফেলে দেবে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, মুক্ত হওয়ার পর খালেদা জিয়া জনগণের সামনে একটাই কথা বলেছেন যে, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করি।

তিনি বলেন, সরকারের কাজ হচ্ছে সবাইকে সমান চোখে দেখা—কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে বিএনপি, কে আওয়ামী লীগ। কিন্তু সাবেক সরকারের আমলে আওয়ামী লীগ ছাড়াই কোনো কাজ হতো না। যা কিছু আছে সবকিছু আওয়ামী লীগ।

জুলাই আন্দোলন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা হাসিনাকে সরাতে সক্ষম হয়েছি। হাসিনা পালানোর পর মানুষ একটি শান্তির নিঃশ্বাস ফেলেছে।

তিনি উপস্থিত কর্মীদের কাছে জানতে চান, এখন কি রাতে ঘুমানো যায়? নেতাকর্মীরা ‘হ্যাঁ’ সূচক মন্তব্য করলে তিনি বলেন, এখন রাতে আরাম করে ঘুমানো যায়। তা না হলে আগে কখন বাড়িতে পুলিশের শব্দ শোনা যায়, কখন মামলা হয়।

মির্জা ফখরুল বলেন, আর কোনো ছাত্র ও যুব সমাজকে প্রাণ দিতে হবে না। এ অবস্থার সৃষ্টি আর কেউ করবেন না। 

ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।