
জুলাই সনদে স্বাক্ষর করবেনা বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের এই সিদ্ধান্ত রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধানে বিদ্যমান চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ, এবং ১৫০(২) অনুচ্ছেদের ক্রান্তিকালীন বিধানের তফসিল পরিবর্তনে সম্মতি প্রদান ও আদালতে প্রশ্ন করা যাবে না এমন বিষয়ে অঙ্গীকার করতে হবে বলে তারা এই সনদে স্বাক্ষর করবেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জোটের অন্যতম শরিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ। সিপিবি, বাসদ, বাসদ মার্কসবাদী, এবং বাংলাদেশ জাসদ এই চারটি দলের সমন্বয়ে বাম গণতান্ত্রিক জোট গঠিত হয়েছে।