Image description
 

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ নিয়ে তৃতীয় দফায় বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কমিশনের বর্ধিত মেয়াদের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করা হবে। আগামীকাল অনুষ্ঠানে অংশ নিয়ে সবার স্বাক্ষর করবে বলে প্রত্যাশা জানান তিনি।

 

তিনি আরও জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। কোনও দল চাইলে পরেও স্বাক্ষর করতে পারবে।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। সেই হিসেবে গত ১৫ আগস্ট এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু কমিশনের কার্যক্রম শেষ না হওয়ায় এর আগে দুই দফায় এর মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। এখন তৃতীয় দফায় কমিশনের মেয়াদ ১৫ দিন বাড়াল সরকার।