
বুধবার সন্ধ্যায় তাদের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে অনুষ্ঠিত এই শোডাউনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব শোডাউনের নেতৃত্ব দেন।
তিনি বলেন, ‘১৭ বছর লড়াই সংগ্রাম করে টিকে থাকার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছি।’
শোডাউনে জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা গাড়ি যোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছে, বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে পায়ে হেঁটে হাতিয়া বাজারে প্রবেশ করেন এবং লিফলেট বিতরণ করেন।