
ভারতের মধ্যপ্রদেশে এক মুসলিম নারী পুলিশ কর্মকর্তার মুখে ‘জয় শ্রী রাম’ স্লোগান উচ্চারণ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের গোয়ালিয়রে। ওই কর্মকর্তা হিনা খান, যিনি বর্তমানে চিফ সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (সিএসপি) হিসেবে দায়িত্বে আছেন।
ঘটনার সূত্রপাত স্থানীয় একটি হিন্দু মন্দিরের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। আদালতে ড. বি. আর. আম্বেদকরের মূর্তি স্থাপন নিয়ে চলমান বিতর্কের মাঝেই বুধবার আইনজীবী অনিল মিশ্রের নেতৃত্বে এই কর্মসূচি আয়োজন করা হয়। কিন্তু কর্মসূচিটির জন্য পুলিশের অনুমতি ছিল না।
পুলিশ অনুমতি না দিয়েও অনিল মিশ্র ও তার সহযোগীরা কর্মসূচি শুরু করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে তর্কে জড়ান অনিল মিশ্র। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিএসপি হিনা খান।
সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, তর্কাতর্কির এক পর্যায়ে অনিল মিশ্র ওই নারী পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন এবং ‘সনাতন বিরোধী’ বলে কটাক্ষ করেন। এর প্রতিক্রিয়ায় হিনা খান হাত তুলে তিনবার উচ্চারণ করেন, “জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম!”
এরপর তিনি অনিল মিশ্রকে উদ্দেশ করে বলেন, “এখন বলুন, আমি কি সনাতন বিরোধী? অশান্তি করবেন না, শান্তি বজায় রাখুন।” তিনি আরও যোগ করেন, “আপনারা যদি শ্রদ্ধার সঙ্গে স্লোগান দেন, তাতে আমার আপত্তি নেই। কিন্তু যদি তা বিশৃঙ্খলা তৈরির জন্য ব্যবহার করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। মুসলিম নারী পুলিশ কর্মকর্তার মুখে ধর্মীয় স্লোগান শুনে বিস্মিত হয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—কেউ তার নিরপেক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে।
উল্লেখ্য, মধ্যপ্রদেশ হাইকোর্টে ড. আম্বেদকরের মূর্তি স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। একদল আইনজীবী ও দলিত সংগঠন মূর্তি স্থাপনের পক্ষে থাকলেও, কিছু উচ্চবর্ণের আইনজীবী এর বিরোধিতা করে আসছেন। সম্প্রতি অনিল মিশ্র আম্বেদকরকে ‘ব্রিটিশদের দাস ও মিথ্যাবাদী’ বলে মন্তব্য করেন, যার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোয়ালিয়রে।
এই অস্থির পরিস্থিতির মধ্যেই সিএসপি হিনা খানের ‘জয় শ্রী রাম’ উচ্চারণ এখন ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।