Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি বা জামায়াত তাদের জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ী মোকাবিলা করতে পারবে না। এ ক্ষেত্রে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এনসিপির ময়মনসিংহ জেলা সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ‘নির্বাচন কমিশনের মতো একটি প্রতিষ্ঠান যাদের ওপর আগামীতে আমরা আস্থা রাখতে চাই। এই নির্বাচন কমিশন কোনো ধরনের চাপে আমাদের শাপলা প্রতীক দিতে কোনো পিছুটান অনুভব করলে, তাদের কাছ থেকে সুষ্ঠ নির্বাচনের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘শাপলা প্রতীক আমরা আদায় করে নেব আমাদের জায়গা থেকে। রাজনৈতিকভাবে হোক বা অন্য যেকোনো ভাবে হোক।’

নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সারজিস আলম বলেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি, সংস্কারগুলো জুলাই সনদের মাধ্যমে কমিটেড ভাবে পাই। বিচারিক প্রক্রিয়ায় রায় এবং কার্যকারিতা দেখতে পাই, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনপিপির আলাদা কোনো আপত্তি নেই।’

তিনি বলেন, ‘কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া ও বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এসব বিষয়গুলো যদি পিছিয়ে যায়, তাহলে তা নির্বাচনের ওপর প্রভাব ফেলবে এবং নির্বাচন পিছিয়েও যেতে পারবে।

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার ও এই বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট যারাই আছেন তাদেরকে আহ্বান করবো, এনসিপি নির্বাচন পিছিয়ে যাক এমন মানসিকতায় ধারণ করেনা, কিন্তু জনগণের সব আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি শুধু নির্বাচন কেন্দ্রীক চিন্তা হয় এনসিপি সে আকাঙ্ক্ষাতে সায় দেবে না।’

সারজিস আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর কয়েকজন ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু পুরো কাঠামো এখনো টিকে আছে। আমাদের লড়াই সেই কাঠামোর বিরুদ্ধেই। ফ্যাসিস্টের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন ছাড় না পায়, তা নিশ্চিত করতে হবে।’