Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চেয়ে গণ অধিকার পরিষদ মিনিমাম ৫ গুণ বড় রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, এনসিপি এবং গণ অধিকার পরিষদ আপাতত একীভূত হওয়ার সম্ভাবনা নেই।

সম্প্রতি কালের কণ্ঠের ‘কালের সংলাপ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন রাশেদ খান।

তিনি বলেন, এনসির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী প্রায়ই বলেন—গণ অধিকার পরিষদ এনসিপিতে জয়েন করতে চায়।

 
আমরা নাকি যোগদান করার জন্য মুখিয়ে আছি। গণ অধিকার পরিষদের অনেক নেতা নাকি তাদের সঙ্গে যোগাযোগ করছে। তিনি এমন অনেক মিথ্যাচার করেছেন। আমার প্রশ্ন হলো নাসীরুদ্দীন সাহেব আপনি কোন দলের নেতা ছিলেন? আপনি ৪-৫টা দল ইতিমধ্যে বদল করেছেন।
 

 

দুই দল একীভূত হওয়ার বিষয়ে এনসিপি নেতাদের কথায় গণ অধিকার পরিষদের নেতা ক্ষুব্ধ বলে জানিয়েছেন রাশেদ খান। তিনি বলেন, এনসিপি নেতাদের মিথ্যাচারের কারণে আমাদের নেতৃবৃন্দ ক্ষুব্ধ। এনসিপির সঙ্গে একীভূত হওয়ার যে চেষ্টা ছিল, সেটিতে তাদের আর সম্মতি নেই। এনসিপি নেতারা এসব কথাবার্তা বন্ধ না করলে এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদের একীভূত হওয়া সম্ভব হবে না।

 
তবে আমাদের আন্তরিকতা রয়েছে।

 

উপদেষ্টা পরিষদের বৈঠকেও গণ অধিকার পরিষদকে গুরুত্ব না দিতে বলা হয়েছে বলে দাবি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ আমাদেরকে ভয় পায়। তারা মনে করে তরুণদের দুটি দল যদি (এনসিপি ও গণ অধিকার পরিষদ) সমান সুযোগ পায়, আমাদের সাম্যতা নিশ্চিত করা হয়, সেক্ষেত্রে আমরা সামনের দিকে হয়তো আরো বেশি এগিয়ে যেতে পারি। এনসিপি থেকে মিনিমাম পাঁচ গুণ বড় দল গণ অধিকার পরিষদ।