
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান রেখে মালামাল নামানোর ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়েছে যুবক।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউসার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্যের নাম কনস্টেবল মো. আজাদ উদ্দিন (৩৮)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের বাসিন্দা। গত এক বছর ধরে তিনি কেরানীহাট ট্রাফিক পুলিশে কর্মরত রয়েছেন। অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২) উপজেলার ঢেমশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপিতের চর এলাকার সোনা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে বিক্রয় প্রতিনিধি আবু বক্কর পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কটূক্তি করতে থাকেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। এতে কনস্টেবল আজাদ আপত্তি জানালে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আবু বক্কর পার্শ্ববর্তী দোকান থেকে একটি স্টিলের টুল তুলে নিয়ে কনস্টেবল আজাদের মাথায় আঘাত করেন। এতে আজাদের মাথা ফেটে রক্তাক্ত হয়। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত কনস্টেবল আজাদ উদ্দিন বলেন, মহাসড়কে কাভার্ডভ্যান রেখে ওই বিক্রয় প্রতিনিধি দোকানে মাল দিচ্ছিলেন। আমি তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। পরে আমাদের টিআই স্যার ঘটনাস্থলে আসেন। বিষয়টি মার্কেটের মালিককে জানানো হয়। কিছুক্ষণ পর তিনি আবার এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এবং মোবাইলে ভিডিও করতে থাকেন। আমি বাধা দিলে তিনি দোকান থেকে টুল এনে আমার মাথায় আঘাত করেন। এরপর আমাকে লক্ষ্য করে একটি ইটও ছুড়ে মারেন।
কেরানীহাট পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী বলেন, মহাসড়কে কাভার্ডভ্যান রাখার কারণে যানজটের আশঙ্কা তৈরি হয়। আমি আজাদকে গাড়িটি সরাতে বলেছিলাম। বিক্রয় প্রতিনিধির সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয়। পরে আমি গিয়ে বিষয়টি মীমাংসা করি। কিন্তু অল্প সময় পর ওই ব্যক্তি পুলিশকে কটূক্তি করে ভিডিও করতে শুরু করে। আজাদ তাকে বাধা দিলে ধস্তাধস্তির সময় সে একটি টুল দিয়ে আজাদের মাথায় আঘাত করে।
ঘটনার পর সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউসার হোসেন, পুলিশকে আঘাত করার অপরাধে আবুবকর নামের যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঘটনার পরপরই সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পুলিশ সদস্যের ওপর হামলার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি, আহত কনস্টেবল ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।