Image description

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে তাকে আটক করে প্রথমে প্রক্টর অফিসে এবং পরবর্তীতে ইবি থানায় সোপর্দ করা হয়। 

আটককৃত নেতার নাম হুসাইন তুষার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। 

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে অর্থনীতি বিভাগে মাস্টার্সের ক্লাস করতে আসেন তুষার। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্রদল ও অন্যান্যদের উপস্থিতিতে তাকে ইবি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, নিষিদ্ধ সংগঠনের এ নেতাকে শিক্ষার্থীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে এসেছিল। আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইবি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে, আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।’