Image description

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (KESUMA) ইউনিয়ন বিষয়ক কর্মসূচির (PHEKS) বরাদ্দ বৃদ্ধি করে এ বছর ১ কোটি রিঙ্গিত নির্ধারণ করেছে। গত বছর এ খাতে বরাদ্দ ছিল ৫৮ লাখ রিঙ্গিত এবং ২০২৩ সালে মাত্র ২৬ লাখ রিঙ্গিত।

 

নতুন এ বরাদ্দের ফলে দেশজুড়ে ৭৮৮টি শ্রমিক ইউনিয়ন ও ১০ লাখের বেশি সদস্য সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক শ্রমিককে ইউনিয়নের সঙ্গে যুক্ত করা এবং ইউনিয়নভিত্তিক শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া।

 

তিনি বলেন, আমরা ইউনিয়ন সংক্রান্ত উন্নয়ন কার্যক্রমের জন্য ১০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করেছি। এই তহবিল ইউনিয়ন বিষয়ক দপ্তরের মাধ্যমে আবেদন করা যাবে এবং মালয়েশিয়ার সব শ্রমিক ইউনিয়নই এ তহবিলের আওতায় আসতে পারবে।

 

মন্ত্রী আরও জানান, এই অর্থ ইউনিয়নগুলোকে নেতৃত্ব প্রশিক্ষণ, সদস্যদের ধারাবাহিক শিক্ষা ও ইউনিয়ন পরিচালনা দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

 

শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত ‘শ্রমিক ইউনিয়ন সমাবেশে’ বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে পেরলিস, কেদাহ, পেনাং ও কুয়ালালামপুরসহ বিভিন্ন রাজ্যের ৪০০ এর বেশি প্রতিনিধি অংশ নেন।

 

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ শুধু অর্থ বরাদ্দ নয় বরং শ্রমিক অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকারের প্রতিফলন। যেখানে উন্নত প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং সংগঠন দক্ষতা বাড়ানোর মাধ্যমে মালয়েশিয়ার শ্রমিক ইউনিয়নগুলো আরও শক্ত ভিত্তি পাবে— যা কর্মক্ষেত্রে ন্যায্যতা ও সামাজিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।