
বিএনপি নেতা এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, জামায়াত ইসলামকে আপনারা জানেন, তাদের সঙ্গে রেখে হায়নাদের হাত থেকে রক্ষা করেছি। তাদের সঙ্গে রেখে পতিত সরকার শেখ হাসিনা ডাইনির ছোবল থেকে রক্ষা করেছি। আমরা একত্রিত হয়ে স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। এই আন্দোলনের লোকগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য একটা পদ্ধতির কথা বলছে। কি পদ্ধতি? পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি এদেশে চলবে না।
শনিবার (১১ অক্টোবর) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি মিল্লাত জনগণের উদ্দশ্যে বলেন, আপনারা পিআর চান, পিআর মানে বুঝেন, তাহলে কেমনে পিআর পিআর বলবেন। আপনাদের দরকার হলো নির্বাচন।
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো নুরুল ইসলামের সভাপতিত্বে সানন্দবাড়ি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদ দলের (বিএনপি) কোষাধ্যক্ষ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত।
এ আলোচনা সভায় প্রধান এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘পিআর মনে হলো, তারা যেহেতু কোন আসনে জিততে পারবে না তাই পার্সেন্ট নিয়ে প্রকৌশলে লিড রিপ্রেজেন্টেশন তারা চায়। এইটার নাম পিআর পদ্ধতি। অর্থাৎ সারাদেশে যদি তিন শতাংশ বা পাঁচ শতাংশ ভোট পান তাহলে তারা সংসদে ১৫টি আসন পাবে। এ আসনের জন্য তারা পিআর পিআর করছে।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, মাহবুবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জ হোসেনসহ উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীর উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে প্রায় ১০ হাজারের বেশি দর্শক খেলা উপভোগ করেন।
এ ফুটবল টুর্নামেন্ট ১৬টি দল অংশগ্রহণ করে। এ ফাইনাল খেলা সানন্দবাড়ি ক্রীড়াচক্র ও রৌমারী উপজেলার বকবান্দা ইউনাইটেড ফুটবল একাদশ। এ খেলায় ২-১ গোলে রৌমারী বকবান্দা ইউনাইটেড ফুটবল একাদশ জয়ী হয়েছে।
পরে প্রধান অতিথি রশিদুজ্জামান মিল্লাত চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।