Image description
 

গুম থেকে ফিরে ভারতে নিজের বন্দিদশার স্মৃতি তুলে ধরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

 

শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি সিলেটের সেই সীমান্ত এলাকা পরিদর্শন করেন, যেখান দিয়ে তাকে ২০১৫ সালে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। এই সফর ছিল গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি প্রকল্পের অংশ

পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, “যেদিন চোখ বেঁধে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিছুই বুঝতে পারিনি। জানতাম না আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম হয়তো ক্রসফায়ারে নেওয়া হচ্ছে। কিন্তু আজ এখানে এসে মনে হচ্ছে, এই পথ দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।”

 

তিনি আরও বলেন, “শিলংয়ে পৌঁছে যখন চোখের বাঁধন খুলে দেওয়া হলো, তখন বুঝতে পারলাম হয়তো এবার ছেড়ে দেবে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশের কাছে যাই। কিন্তু এরপর আমাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন মনে হয়েছিল, হয়তো জীবনের বাকি সময়টুকু সেখানেই কাটাতে হবে।”

 

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে তুলে নেওয়া হয়। তার পরিবার অভিযোগ করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে যায়। দুই মাস পর, ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।